কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

দৈনিক সোজাসাপটা পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিলের আদেশ স্থগিত

নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক দৈনিক সোজাসাপটা পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিলের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. মাহমুদুল হক এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহের হোসেন সাজু ও অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

জানা গেছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানের ঠিকানা ‘ভুল’ উল্লেখ করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৮ ডিসেম্বর ডিক্লারেশন বাতিলের একটি চিঠি পাঠানো হয়। ৯ ডিসেম্বর থেকে পত্রিকাটির মুদ্রণ বন্ধ আছে।

তবে পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদের দাবি এ বিষয়ে নিজের পক্ষে ‘কথা বলার সুযোগ’ দেয়া হয়নি। পরবর্তীতে গত ১১ ডিসেম্বর ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি।