রমজানে অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ
আদালত (প্রতীকী ছবি)

কুকুর পিটানোর অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পোষা কুকুরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুকুরটির মালিক চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামালের স্ত্রী সবুরা খাতুন বাদি হয়ে সোমবার (২৯ মে) চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।

ওসি শাখাওয়াত হোসেন বলেন, মামলায় রাজ্জাক কাজী, ইউনুছ কাজী ও নুরুল ইসলাম কাজী নামে তিন জনকে আসামি করা হয়েছে। আদালত থেকে আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রাজ্জাক কাজী, ইউনুছ কাজী ও নুরুল ইসলাম কাজী ২৭ মে পোষা কুকুরটিকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত কুকুরটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে কুকুরটির মালিক সবুরা খাতুন আদালতে প্রাণী নির্যাতনের অভিযোগে ৪২৮-৪২৯ ধারায় আদালতে মামলা করেন।