স্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণের মামলা করায় স্বামী-স্ত্রী উভয়ের জেল-জরিমানা
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, নওগাঁ

মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ: দুই শিশুর ১০ বছরের কারাদন্ড

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণের দায়ে অভিযুক্ত দুই শিশুকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১২ জুন) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

অভিযুক্তরা আদালতে উপস্থিত থাকায় তাদেরকে সাজা পরোয়ানামূলে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও আসামী পক্ষে এ্যাডভোকেট মোঃ মনজুরুল হক মামলা পরিচালনা করেন।

আরও পড়ুনস্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণের মামলা করায় স্বামী-স্ত্রী উভয়ের জেল-জরিমানা

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জানুয়ারি রাত আনুমানিক পৌন ১২ টার সময় সাপাহার উপর জিরো পয়েন্ট তাল পুকুর মসজিদের পিছনে একই উপজেলার দুই জন শিশু মানসিক ভারসাম্যহীন একজন মহিলাকে ধর্ষণ করে।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাপাহার থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ জনাকীর্ণ আদালতে উভয় অভিযুক্ত শিশুকে ১০ বছর করে আটকাদেশ দেন বিচারক।