জাল সনদ দিয়ে গণস্বাস্থ্যের পরিচালক : দুদকে আইনজীবীর অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) লোগো

জাল সনদ দিয়ে গণস্বাস্থ্যের পরিচালক : দুদকে আইনজীবীর অভিযোগ

গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক এস এম মহিবুল্লাহ মহিউদ্দিনের বিরুদ্ধে জাল সনদ দিয়ে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন এক আইনজীবী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম জুলফিকার আলী গত বৃহস্পতিবার (১৯ জুন) এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, আইনজীবী জুলফিকার আলী তার একজন মোয়াক্কেলের কাছ থেকে জানতে পারেন যে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (এডমিন) জনাব এস এম মুহিবুল্লাহ মহিউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (এম এসএম) জাল সনদ তৈরি করে দীর্ঘদিন থেকে সেখানে চাকরি করে আসছেন।

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে এ বিষয়ে সত্যতা পেলে দেশের স্বাস্থ্যখাত রক্ষায় জনস্বার্থে জালিয়াতির বিষয়টি দুর্নীতি দমন কমিশনে জানান আইনজীবী জুলফিকার আলী। সেই সঙ্গে তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রও সংযুক্ত করেন তিনি।