১৬ বিচারকের পদোন্নতি, ১৭ জনকে বদলি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

অধস্তন আদালতের ৭৫ বিচারক বদলি

অধস্তন আদালতের ৭৫ জন বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সিনিয়র সহকারী জজ/সহকারী জজ বা সমপদমর্যাদার এসব বিচারককে বদলি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (১৭ অক্টোবর) জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার সই করা প্রজ্ঞাপনের ভাষ্য মতে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে বর্তমান কর্মস্থল হলে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

বদলিকৃত বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এসব বিচারকদের জেলা ও দায়রা জজ/চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামীকাল ১৯ অক্টোবর তারিখে এবং প্রশিক্ষণ/নির্বাচনি দায়িত্ব/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/নির্বাচনি দায়িত্ব/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে প্রজ্ঞাপনে।