খালেদা জিয়ার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে: ব্যারিস্টার মাহবুব উদ্দিন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহা সচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল (এনএলসি) আয়োজিত আলোচনা সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ মন্তব্য করেন।

প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, এসকল অমানবিক কার্যক্রম দেশের জন্য একটি লজ্জা। সেই সাথে অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার দাবি জানিয়েছেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি ড. গোলাম রহমান ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য এডভোকেট মির্জা আল মাহমুদ, এনএলসির চেয়ারম্যান এডভোকেট এসএম জুলফিকার আলী জুনু সহ শতাধিক আইনজীবী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনএলসির ফাউন্ডার মেম্বার ও ভাইস চেয়ারম্যান এডভোকেট আরিফুল ইসলাম।