রমজানে অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ
আদালত (প্রতীকী ছবি)

শরীয়তপুরের সেই এএসপি, ওসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ

ব্যবসায়ীকে নির্যাতনের পর ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় এক ব্যবসায়ীকে নির্যাতনের পর ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত।

পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মারামারি ও ছিনতাই মামলার চার আসামিকে মারধরের ঘটনায় গত ৭ জুন শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আল ইমরান এই আদেশ দেন।

আদালতের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার (১১ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো ওই আদেশে আগামী ৯ জুলাইয়ের মধ্যে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩’ এর ৫ ধারা অনুযায়ী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নির্যাতনের পর চেক লিখে নেওয়ার অভিযোগে গত ২ জুন শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল হকের কাছে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাসেল মনির এবং পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমানের নামে অভিযোগ করেন উপজেলার নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠাণ্ডু চোকদার।

আদালতের পরিদর্শক মেজবাহ বলেন, আসামিদের গ্রেপ্তারের পর নির্যাতন করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশের নথি বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের হাতে পৌঁছায়। দুইদিন অফিস বন্ধ থাকায় তা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো সম্ভব হয়নি।

ওই আদেশে দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে আইনগত পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পরিদর্শক মেজবাহ।

পুলিশ সুপার সাইফুল হক বলেন, “এসব ঘটনা আমরা তদন্ত করেছি। অভিযোগের বিষয় প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আদালতের কোনো আদেশ এখনও পৌঁছায়নি।”